চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চালু থাকা কিডনি ডায়ালাইসিস সেবা বুধবার (৫ জানুয়ারি) থেকে স্থগিত করা হয়েছে। ডায়ালাইসিস পরিচালনাকারী প্রতিষ্ঠান সেন্ডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ (প্রা.) লিমিটেড এক নোটিশে বিষয়টি জানিয়েছে।

কিডনি ডায়ালাইসিস সেন্টারে লাগানো নোটিশে বলা হয়, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত আগামী ৫ জানুয়ারি বুধবার থেকে ডায়ালাইসিস সেবা স্থগিত থাকবে। সে মোতাবেক, আগামী ৫ জানুয়ারি থেকে রোগীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো। পরবর্তীতে এ সংক্রান্ত কোনো দায় সেন্ডর কর্তৃপক্ষ বহন করবে না।’

বন্ধের কারণ হিসেবে নোটিশে বলা হয়, ‘গত ২০২০ এবং ২০২১ সালের প্রদত্ত সেবার বিপরীতে কর্তৃপক্ষের নিকট সর্বমোট বকেয়া এতটা বেশি যে তহবিল সংকট ও কাঁচামালের অভাবে এ জরুরি সেবা কোনোভাবেই চলমান রাখা সম্ভব হচ্ছে না। তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত আগামী ৫ জানুয়ারি থেকে ডায়ালাইসিস সেবা স্থগিত থাকবে।’

রোববার (২ জানুয়ারি) নোটিশটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে চমেকের ভারপ্রাপ্ত পরিচালক আফতাবুল ইসলাম বলেন, ‘এখানে আসলে আমাদের কোনো হাত নেই। সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সেন্ডর এখানে ডায়ালাইসিস সেবাটা দিত। আমরা গরীব অসহায় রোগীদের তাদের কাছে রেফার করি। গত দুই বছরে অনেক টাকা বকেয়া পড়েছে। তহবিল সংকট ও কাঁচামালের অভাবে এ জরুরি সেবা কোনোভাবেই চলমান রাখা সম্ভব হচ্ছে না বলে সেন্ডর কর্তৃপক্ষ জানিয়েছে। সেন্ডর কর্তৃপক্ষ বকেয়া টাকা না পাওয়ায় কার্যক্রম স্থগিত করেছে। বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। তারপরও আমরা বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টায় আছি।’

জানা গেছে, চট্টগ্রাম মেডিকেলের ডায়ালাইসিস সেন্টারে স্বল্প মূল্যে সেবা নিতে পারতেন সেবা গ্রহীতারা।

কেএম/এসএসএইচ