প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের কাঁচপুরে এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেডের ১৪তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। বুধবার (৫ জানুয়ারি) রাত ৯টা ১৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

ফায়ার সার্ভিস অধিদফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ৯টা ৩৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। রাত ১০টা ৩৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

জেইউ/এসকেডি