দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগ।

গতকাল বুধবার (৫ জানুয়ারি) ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক একটি লিখিত আদেশে এ নির্দেশনা প্রদান করেন। একই আদেশে জরুরি বিভাগের মেডিসিন আন্তঃবিভাগ খোলা রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, কোভিড সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এ জন্য আমরা মেডিসিন বিভাগ দুপুর ২টা পর্যন্ত খোলা রাখছি। ২টা পর্যন্ত মেডিসিন বিভাগে রোগী ভর্তি করা হবে। আগে মেডিসিন বিভাগে ২৪ ঘণ্টাই রোগী ভর্তি করা হতো।

তিনি আরও বলেন, জরুরি বিভাগের মাধ্যমে মেডিসিন আন্তঃবিভাগ ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।দুপুর পরে অনেক রোগী আমাদের এখানে আসেন। তাদের ভর্তি দিলে কোভিড রোগী ভর্তি দেওয়া যাবে না। তাই আমরা আবার করোনা ইউনিটের প্রস্তুতি নিচ্ছি। দুপুর ২টার পর আর মেডিসিন বিভাগে ভর্তি নেওয়া হবে না। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

এসএএ/এসকেডি