রাজধানীর কাপ্তান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ইয়াসিন নামে এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতর জানিয়েছে, ভোর পৌনে ৫টার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে সাত মিনিটের মাথায় দুর্ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের গাড়ি। একে একে পাঠানো হয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। 

ফায়ার সার্ভিস সদর দফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ১২ ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ইয়াসিন নামে এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দোকানটি কিসের ছিল তাও জানা যায়নি। উদ্ধারকাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস।

জেইউ/এসএম