গুলিস্তানে বাসচাপায় দুজন নিহতের ঘটনায় মামলা
রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুই পথচারী নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার।
তিনি বলেন, মেঘনা পরিবহনের একটি বাসের ধাক্কায় মৃতরা হলেন, মো. বাদশা ও মো. ফরিদ। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
বিকেলে নিহত ফরিদের ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার নম্বর ৭। এতে আসামি করা হয়েছে অজ্ঞাতদের। ঘাতক বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুজন মারা যান, আহত হন আরও পাঁচজন। ট্রাফিক পুলিশের দাবি, নিহতরা পথচারী। বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন।
বিজ্ঞাপন
ওয়ারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, ইলিয়াস, সুজিত, আল আমিন, ওমর শরীফ ও দেলোয়ার হোসেন। এর মধ্যে ইলিয়াসের অবস্থা গুরুতর।
জেইউ/আরএইচ