রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুর থেকে বিদেশি অস্ত্রসহ মো. আকাশ হাওলাদার নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজেন্দ্রপুরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব। 

তিনি বলেন, আকাশ হাওলাদারকে (২১) গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি শটগান, ছয়টি কার্তুজ, একটি সাইলেন্সার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আকাশ পেশাদার অস্ত্রধারী ও অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুরসহ ঢাকার অন্যান্য এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং একইসঙ্গে লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। তার বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

জেইউ/আরএইচ