রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতাররা হলেন মো. রোমান হাসান ওরফে লিমন, পারভীন ওরফে হালিমা ও দীল বাহার । মঙ্গলবার (১১ জানুয়ারি) ডিবি লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত মতিঝিল থানাধীন বাংলাদেশ ব্যাংক কলোনিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বিক্রয় করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

গ্রেফতারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

এমএসি/আইএসএইচ