সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব করে পার্সেল পাঠানোর প্রলোভন দেখিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎকারী ৭ বিদেশি নাগরিকসহ সংঘবদ্ধ আন্তর্জাতিক প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব।

সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, বুধবার (১২ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/ওএফ