রাজধানীর নয়াপল্টনে নির্মাণাধীন ভবনের পাশ থেকে ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ভ্রূণটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান মিয়া ঢাকা পোস্টকে বলেন, নয়াপল্টন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে আনুমানিক ৫ মাস বয়সী একটি ভ্রূণ উদ্ধার করেছি। ধারণা করছি, ওই ভ্রূণটি কেউ গর্ভপাত করে ফেলে গেছে।

তিনি আরও বলেন, আশপাশের লোকজনের কাছে জানতে চাইলে কেউ জানাতে পারেননি কে বা কারা ওই ভ্রূণ ফেলে গেছে। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, পল্টন থানার পুলিশ একটি ভ্রূণ নিয়ে এসেছিল। ভ্রূণটি ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এসএএ/আইএসএইচ