চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার  (১৩ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৬০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬০ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩৩ জনের মধ্যে আনোয়ারায় ৫, পটিয়াতে ৫, রাঙ্গুনিয়ায় ৩, রাউজানে ৮, হাটহাজারীতে ১১ ও মিরসরাই উপজেলার একজন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৪ হাজার ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৫ হাজার ৬১৪ জন। বাকি ২৮ হাজার ৫৭৪ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

কেএম/ওএফ