কদমতলীতে ৯৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর কদমতলী এলাকা থেকে ৯৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মো. মামুন (৩৫)। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৯৫ কেজি গাঁজার পাশাপাশি নগদ ১১ হাজার ৪১৫ টাকা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জানান, শুক্রবার(১৪ জানুয়ারি) রাত পৌনে ১১টায় র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন কদমতলী জোড়া খাম্বা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় ৯৫ কেজি গাঁজা জব্দসহ মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৪১৫ টাকা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এএসপি এনায়েত কবির সোয়েবের দাবি, গ্রেফতার মামুন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এসকেডি