রাজধানীর মোহাম্মদপুরে বসিলা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মীর আব্দুল হান্নান (৫৮)।

রোববার (১৬ জানুয়ারি) বিকেল পাঁচটায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আব্দুল হান্নানের স্ত্রীর বড় ভাই আব্দুল মোমেন বাবলু ঢাকা পোস্টকে বলেন, আজকে ছুটিতে সাতক্ষীরা জেলার কলারোয়ার উদ্দেশে এয়ারপোর্ট থেকে গাবতলী এলাকায় যান হান্নান। প্রতারক চক্র তাকে অজ্ঞান করে সাথে থাকা টাকা-পয়সা নিয়ে মোহাম্মদপুর বসিলা এলাকায় ফেলে যায়। দুপুর দুইটার দিকে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি। তার পাকস্থলী ওয়াশ করা হয়েছে। চিকিৎসক তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেছেন। আমরা তাকে সেখানে নিয়ে যাচ্ছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, হান্নানের জ্ঞান ফিরলে জানা যাবে তার কাছে কত টাকা ছিল। 

এসএএ/এইচকে