আমিরাতে হুতি বিদ্রোহীদের হামলায় বাংলাদেশের নিন্দা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবুধাবির বিভিন্ন স্থাপনায় হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় তেল ট্যাংকার বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হন। বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংহতি জানাচ্ছে।
হুতি বাহিনীর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। এছাড়া এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।
বিজ্ঞাপন
সোমবার আবুধাবিতে হুতিদের একাধিক হামলায় বিমানবন্দরের খুব কাছেই বিস্ফোরিত হয় তিনটি তেলের ট্রাক। এতে তিন জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ছয়জন।
এনআই/আরএইচ