রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম শিখা রানী ভরানী (৫৫)।

রোববার (২৩ জানুয়ারি) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানী পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, মধ্যরাতে মহাখালীর জাহাঙ্গীর গেটের সামনে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন এক পরিচ্ছন্নতাকর্মী। ফ্লাইওভারের ওপর থেকে জাহাঙ্গীর গেটগামী সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি বলেন, চাপা দিয়েই ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এআর/এসএসএইচ