সিনেমার পোস্টারের রূপ-রূপান্তর বিষয়ক সেমিনার
দর্শকদের কাছে সিনেমার কাহিনীর আভাস এবং অভিনেতা-অভিনেত্রী কারা আছেন সেই বার্তা পৌঁছে দেওয়া হয় সিনেমার পোস্টারের মাধ্যমে। গত ছয় দশকে বাংলাদেশের সিনেমার পোস্টারের নানা রূপান্তর হয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং কারিগরির প্রযুক্তি এ ক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করেছে। মূলধারার পোস্টারের এই বিবর্তন নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ‘বাংলাদেশের মূলধারা চলচ্চিত্র পোস্টারের রূপ ও রূপান্তর : একটি সামাজিক অনুসন্ধান’ বিষয়ে গবেষণার কাজ চলমান রয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) এ বিষয়ে সপ্তম সেমিনার অনুষ্ঠিত হলো ফিল্ম আর্কাইভ ভবনের সেমিনার হলে। এর আয়োজক ছিল ফিল্ম আর্কাইভ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক সময় টেলিভিশনের নিউজরুম এডিটর মিজ রাইসা জান্নাত। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কামালউদ্দিন কবীর। গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন রাজু।
বিজ্ঞাপন
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর। এছাড়াও আলোচনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল, ড. জাকির হোসেন রাজু, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব, অভিনেতা সম্রাটসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেমিনারে আলোচকরা আমাদের দেশের গত ছয় দশকে নির্মিত চলচ্চিত্রের পোস্টারের রূপ রূপান্তর নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
বিজ্ঞাপন
২০২১- ২০২২ অর্থ বছরে গবেষণা কর্মের ওপর আগামী ২৫ জানুয়ারি ‘চলচ্চিত্র সংরক্ষণের সনাতন ও আধুনিক পদ্ধতি : একটি তুলনামূলক পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
পিএসডি/এইচকে