রাজধানীর রামপুরার উলন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) পাওয়ার হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, সকাল ৭টা ২০ মিনিটে উলন গ্রিড সাব স্টেশনে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এদিকে সাব স্টেশেনের পাশে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিল্ডিংয়ের ভেতর থেকেও প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।

আগুন লাগার কারণে রামপুরা ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

এর আগে ২০২০ সালের ১১ এপ্রিল বিকেলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) উলন গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সাব স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণের পরপরই রামপুরা, মহানগর ডিআইটি প্রজেক্ট, হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বিতরণ ট্রান্সফরমারও বিস্ফোরিত হয়েছিল। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে বেশ কয়েকঘণ্টা সময় লেগেছিল।

এমএসি/এসএম