কারাগারে থাকা ৬ বিদেশি নাগরিককে রেড ক্রিসেন্টের উপহার
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা ছয় বিদেশি নাগরিককে উপহার সামগ্রী দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (আরএফএল) বিভাগের সহযোগিতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে তাদের উপহার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
রেড ক্রিসেন্ট জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা ছয় বিদেশি নাগরিককে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, ছয়টি ট্রাউজার, সোয়েটার, তোয়ালে, শার্ট, জুতা ও দুটি লুডু।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের দায়িত্বরত জেলার মো. দিদারুল আলম উপহার সামগ্রী গ্রহণ করেন। ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলমের পক্ষে ইউনিট লেভেল অফিসার উপ-পরিচালক খ. এনায়েতুল্লাহ একরাম পলাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারা কর্তৃপক্ষের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
এনআই/আরএইচ