রাজধানীর সূত্রাপুর এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে জিহাদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করে। 

নিহত শিশু জিহাদের চাচা মাসুদ ঢাকা পোস্টকে বলেন, জিহাদ বিকেলে ঘুড়ি ওড়াতে ছাদে যায়। পরে অসাবধানতা বশত সে ৫তলা থেকে নিচে পড়ে যায়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
 
এসএএ/আইএসএইচ