রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুটি কার্গো ট্রাক থেকে ২৫৯ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফেনী জেলা থেকে কার্গো সার্ভিসের ট্রাকে মাদকের একটি চালান রাজধানীর মোহাম্মদপুরে আসছে।

পরে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা বেড়িবাঁধ এলাকায় নতুন নির্মিত যাত্রী ছাউনির সামনে চেকপোস্ট স্থাপন করে। দুপুর ২টার দিকে কার্গো সার্ভিসের একটি ট্রাক চেকপোস্টে পৌঁছালে থামার সংকেত দেন র‌্যাব সদস্যরা। র‌্যাব সদস্যের উপস্থিতি দেখে ট্রাকটি নিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মো. সবুজ (২১) নামে এক যুবককে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে ট্রাকটিতে ফেনসিডিল আছে বলে স্বীকার করেন সবুজ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ট্রাকটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা থেকে ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

একই দিন পৃথক একটি অভিযানে ফেনী থেকে ট্রান্সপোর্ট কার্গো সার্ভিসের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চালক মো. হোসেন আহম্মেদ (২৬) ও তার সহযোগী মুরাদ হোসেনকে (২৮) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জেইউ/এসকেডি