রাজধানীর যাত্রাবাড়ীতে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- মো. খালেদ হাসান শিবলু, মো. নুরুল আলম সুমন ও মো.জহিরুল ইসলাম।

শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৩০ জানুয়ারি) ডিবি ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো.শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্যের ভিত্তিতে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় খালেদ, সুমন ও জহিরুলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/এনএফ