কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতে যাওয়া শিক্ষকদের ওপর হামলার বিচারসহ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের সকল শিক্ষক সংগঠন ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৩০০ প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘ ১৭ বছর ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত রয়েছে। বারবার লিখিত আবেদন করেও কোনো সুরাহা না পেয়ে গত ২৩ জানুয়ারি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজির সঙ্গে কথা বলতে গেলে তাদের ‘লেলিয়ে দেওয়া সন্ত্রাস বাহিনী’ দিয়ে শিক্ষকদের ওপর হামলা করে পাঁচ শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। বিষয়টি বাইরে জানাজানি হলে তোপের মুখে পড়ে ডিজির দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। পরে শিক্ষকদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় ডিজিসহ কয়েকজন কর্মকর্তাকে বদলি করলেও মূল হোতারা এখনও বহাল আছে।

হামলার বিচারসহ কয়েক দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের কয়েকজন অধ্যক্ষ ও শিক্ষকদের ওপর হামলাকারীদের সারাদেশের শিক্ষক সমাজের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে; কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কারিগরিবান্ধব, মানবিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন দক্ষ কর্মকর্তাদের পদায়ন করতে হবে; কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও কার্যক্রম ডিজিটাইজড ও ডিসেন্ট্রালাইজড করতে হবে; কারিগরি শিক্ষা অধিদপ্তরে এমপিওভুক্তির জন্য আবেদনকৃত শিক্ষক-কর্মচারীদের নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগকালীন জনবল কাঠামোর প্রাপ্যতা বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে বেতন-ভাতাদি দিতে হবে; কথায় কথায় তদন্ত, নাম পরিচয়বিহীন অভিযোগের নামে তদন্ত ও অধিদপ্তরের ওয়েব সাইটে সারাদেশে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে হেয় করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে; এমপিও শাখাসহ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-কর্মচারীদের ডেপুটেশনে পদায়ন করতে হবে; বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানে ল্যাব, অবকাঠামো উন্নয়ন, সকল শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানসহ বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে; বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতায় যোগ্যতাভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলার জন্য-বিশ্বায়নের প্রতিযোগিতার উপযোগী দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিভিন্ন দেশের কারিগরি প্রতিষ্ঠানের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে এবং চাকরির বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিশেষ ট্রেড চালুর উদ্যোগ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এমএইচএন/এসকেডি