আবারও সস্ত্রীক করোনায় আক্রান্ত ডিএনসিসি মেয়র
দ্বিতীয় বারের মতো সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান।
বিজ্ঞাপন
তিনি বলেন, এই মুহূর্তে মেয়রসহ তার পরিবারের অন্য সদস্যরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শে প্রয়োজনে হাসপাতালে ভর্তি হবেন। মেয়র আতিকুল ইসলাম, নিজের ও পরিবারের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে সবাকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
পরিবারের অন্যান্যরাও করোনায় আক্রান্ত
বিজ্ঞাপন
মেয়র আতিকুল ইসলাম ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষা করালে মেয়রসহ পরিবারের অন্যান্য সদস্যদের ফলাফল পজিটিভ আসে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান।
জানা গেছে, মেয়র আতিকুল ইসলামের পাশাপাশি মেয়রের মেয়ে বুসরা আফরিন, মেয়ে জামাই আহমেদ জাওয়াদ রহমান ও মেয়রের সহকারী একান্ত সচিব-২ রিশাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হয়েছেন।
মেয়র আতিকুল ইসলামের স্ত্রীর ডা. শায়লা সাগুফতা করোনা উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। পরিবারের অন্যান্য সদস্যরা ধারণা করছেন মেয়রের স্ত্রীও করোনায় আক্রান্ত।
উল্লেখ্য, মেয়র আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এএসএস/এসকেডি/ওএফ