বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে পরাগপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রেড ক্রিসেন্ট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়নের পরাগপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শফিকুল আলম, ইউনিট লেভেল অফিসার উপ-পরিচালক খ. এনায়েতুল্লাহ একরাম পলাশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান শফিকুল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট সর্বদাই দরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্ত জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকদের কল্যাণেও কাজ করে ইউনিট। মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে।

এনআই/ওএফ