দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা গত ১২ ঘণ্টার ব্যবধানে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কয়েক জেলায় শৈত্যপ্রবাহও শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, আজ আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি যাওয়ার সাথে সাথে তাপমাত্রা কমে গেছে। আজ তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তেঁতুলিয়াতে তাপমাত্রা কমেছে ৪.১ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, একই সাথে রাজধানীতে ১৫.২ ডিগ্রি থেকে তাপমাত্রা কমে হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এটা গতকাল সন্ধ্যার চেয়ে প্রায় দেড় ডিগ্রির বেশি কমেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শৈত্যপ্রবাহ ইতোমধ্যে দু-এক জায়গায় শুরু হয়েছে। রংপুর, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীতের এই ধারাবাহিকতা আরও কয়েকদিন থাকবে। চলতি মাসের ১৫ তারিখ থেকে আস্তে আস্তে শীতের প্রকোপ কমতে শুরু করবে।  

এসআর/ওএফ