বঙ্গবন্ধু কিউবায় অসম্ভব জনপ্রিয়
নয়াদিল্লির প্রেস ক্লাব ইন্ডিয়ায় ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ দেখে অভিভূত হয়েছেন ভারত ও বাংলাদেশে নিযুক্ত কিউবার নতুন রাষ্ট্রদূত আলেজন্দ্রো সিমানকাস মারিন।
জানা যায়, রাষ্ট্রদূত মারিন বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারে ১৯৭৩ সালের বঙ্গবন্ধু ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর একান্ত বৈঠকের আলোকচিত্র দেখে বলেন, এখানে ফিদেল ও বঙ্গবন্ধুর বিরল আলোকচিত্র দেখে আমি মুগ্ধ। বঙ্গবন্ধু কিউবায় অসম্ভব জনপ্রিয়। যেমন ফিদেল ভারত ও বাংলাদেশেও জনপ্রিয় রাষ্ট্রনেতা।
বিজ্ঞাপন
ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূতরা ‘সমদূরবর্তী’ হিসেবে ঢাকার রাষ্ট্রদূতেরও দায়িত্ব পালন করেন।
গত বছরের সেপ্টেম্বর মাসে দিল্লির প্রেস ক্লাবে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার স্থাপিত হয়। বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এর উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
মিডিয়া সেন্টারে বঙ্গবন্ধুর জীবনের নানাদিক সংবলিত একটি স্থায়ী চিত্র রয়েছে। সেখানে রয়েছে ১৯৭৩ সালের বঙ্গবন্ধু ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর একান্ত বৈঠকের আলোকচিত্র।
এনআই/আইএসএইচ