রাজধানীর মিরপুরের একটি ছয় তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।

তিনি বলেন, মিরপুর-১১ নম্বরে একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় এসিতে আগুন লাগে। আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও আসেনি।

এমএসি/আইএসএইচ