বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বেহুন্দি জাল বসানোর জন্য নদীতে স্থাপন করা ২০টি ‘ফিক্সড ইঞ্জিন’ বা জাল বসানোর বাঁশের খুঁটির বিশেষ যন্ত্র এবং ৩ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশ।  

বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নদীর কচুখাইন থেকে হালদা-কর্ণফুলী মোহনা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।   

তিনি বলেন, ফিক্সড ইঞ্জিনের মাধ্যমে রাতের আঁধারে বেহুন্দি জাল নদীতে বিশেষ কৌশলে পাতা হতো। এ কারণে তা পানির নিচে চলে যাওয়ায় তা দৃশ্যমান হতো না। শুধুমাত্র জোয়ার-ভাটার মধ্যবর্তী পানির স্থিতিকালে তা ভেসে উঠে। 

হালদা নদীতে একটি চক্র এ কৌশলে জাল পেতে মাছ শিকার করতো। আজকের অভিযানের মাধ্যমে এটি নির্মূল করা হয়েছে। হালদার মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে।

কেএম/আরএইচ