জেলা প্রশাসনকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব দেওয়া সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন প্রকৌশলীরা। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) উদ্যোগে আইইবি সদর দপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার কমিটির ২৫৪তম সভার সিদ্ধান্ত মোতাবেক আইইবির দাবি ছিল জেলা প্রশাসনকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব দেওয়া সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহার করা। উল্লেখিত সূত্রের পত্র বাতিল করার দাবিতে আইইবির পক্ষ থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় যা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়।

তবে এখনও আগের আদেশ বাতিল করা হয়নি তাই বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে এ মানববন্ধন করেন তারা। একই সঙ্গে সারা দেশের ৬৪টি জেলায় আইইবির ১৮টি কেন্দ্র ও ৩৩টি উপ-কেন্দ্রে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরপরও জেলা প্রশাসনকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব দেওয়া সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিল করা না হলে মানবন্ধনের পর প্রকৌশলীদের সঙ্গে নিয়ে আইইবির নেতারা বড় আন্দোলন করবেন বলে জানা গেছে।

পিএসডি/আইএসএইচ