খিলগাঁও কবরস্থানে গাছে ঝুলছিল বৃদ্ধার লাশ
রাজধানীর খিলগাঁওয়ের রিয়াজবাগ থেকে রওশনারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কবরস্থানের ভেতরে একটি গাছের সঙ্গে তার মরদেহ ঝুলছিল।
বুধবার মধ্যরাতে মরদেহ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। স্বজনদের ধারণা, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিজ্ঞাপন
মৃতের ছেলে সজিব ঢাকা পোস্টকে বলেন, মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বুধবার সন্ধ্যার পর থেকে খুঁজে পাচ্ছিলাম না। পরে জানতে পারি কবরস্থানের ভেতর একটি গাছের সঙ্গে তিনি ফাঁস দিয়েছেন। আমরা পুলিশে খবর দিই। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ঢাকা পোস্টকে বলেন, মধ্যরাতে আমরা খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখি ওই বৃদ্ধা একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি।
বিজ্ঞাপন
এসএএ/আরএইচ