পরবর্তী নির্বাচন কমিশনে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্তকরণে অনুসন্ধান কমিটি ও রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্তের সই করা বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য গণমাধ্যমে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিদ্যমান ভোটারদের অন্তত এক-দশমাংশ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। আগে গঠিত নির্বাচন কমিশনগুলোতে এ সম্প্রদায়ের কোনো প্রতিনিধি না থাকায় আমরা দেখেছি, নির্বাচনের পূর্বাপর সময়কালের পরিস্থিতি তাদের বিবেচনায় আসেনি।

একইভাবে অন্তবর্তীকালীন পর্যায়েও নির্বাচনের তারিখ ও সময়সূচি নির্ধারণে কমিশন ধর্মীয় অনুভূতিকেও বিবেচনায় আনতে ব্যর্থ হয়েছে। যে কারণে অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে গোটা দেশ ও জাতিকে।

বিবৃতিতে সংগঠনটি দাবি জানিয়ে বলেছে, দেশের প্রায় এক-দশমাংশ সংখ্যালঘু ভোটার নির্বাচন কমিশনে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রত্যাশা করছে।

পিএসডি/আরএইচ