দক্ষিণ সুদানের প্রতিনিধিদলের ৩ প্রতিষ্ঠান পরিদর্শন
ঢাকায় সফররত দক্ষিণ সুদানের প্রতিনিধিদল বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠানের উৎপাদন ইউনিট পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানগুলো হলো, প্রাণ আরএফএল, ওয়ালটন ও বেক্সিমকো। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দক্ষিণ সুদান সরকারের সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রাণ আরএফএল, ওয়ালটন ও বেক্সিমকোর উৎপাদন ইউনিট পরিদর্শন করেছে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধিদল প্রথমে প্রাণ আরএফএল গ্রুপের উৎপাদন ইউনিট পরিদর্শন করে। সেখানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পরিচালক প্রতিনিধিদলকে স্বাগত জানান। তারা প্রাণ আরএফএল গ্রুপের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরে প্রতিনিধিদলকে বিভিন্ন উৎপাদন ইউনিট দেখানো হয়।
এ সময় প্রতিনিধিদল প্রাণ আরএফএল গ্রুপ থেকে পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছে। তারা খাদ্য ও অন্যান্য আইটেম উৎপাদনের জন্য প্রাণ গ্রুপের ব্যবহৃত আধুনিক পদ্ধতির প্রশংসা করে।
বিজ্ঞাপন
পরে সাভারে ওয়ালটন উৎপাদন এলাকা পরিদর্শন করে প্রতিনিধি দল। ওয়ালটন কর্মকর্তারা তাদের কার্যক্রম তুলে ধরেন। রেফ্রিজারেটর উৎপাদন ইউনিট, ডিসপ্লে সেন্টার ঘুরে প্রতিনিধিদল প্রস্তাব করে যে, ওয়ালটন দক্ষিণ সুদানে তাদের বিক্রয় শাখা খুলতে পারে এবং সেখানে তাদের পণ্য উৎপাদন করতে পারে।
গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে গেলে প্রতিনিধিদলটিকে স্বাগত জানান প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক ও নির্বাহী পরিচালক। তারা দলটিকে বেক্সিমকোর স্পিনিং ইউনিট, ওয়াশিং প্ল্যান্ট এবং তাঁত এলাকাসহ শিল্প সাইটগুলো ঘুরিয়ে দেখান।
এনআই/আরএইচ