লিফটে আটকে পড়ে বৃদ্ধের শ্বাসকষ্ট, যেভাবে উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় লিফট বিকল হওয়ায় আটকে পড়েন এক বৃদ্ধ (৬৮)। এতে তার শ্বাসকষ্ট শুরু হয়। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা- ৯৯৯ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিস এসে ওই বৃদ্ধকে উদ্ধার করে।
রোববার জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার ঢাকা পোস্টকে এ তথ্য জানান। তিনি বলেন, দুপুরে এক বয়োজ্যেষ্ঠ নাগরিক ঢাকার খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তিনি দক্ষিণ গোড়ানের ৩৩৫ নম্বর বাসার, আট তলা ভবনের সাত তলায় বিকল লিফটের ভেতর গত পনেরো মিনিট ধরে আটকে আছেন।
বিজ্ঞাপন
ভবনের লোকজন লিফটের দরজা খোলার চেষ্টা করেও খুলতে পারেনি। এরপর তিনি ৯৯৯ এর কাছে উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ফোন করেন। ওই বৃদ্ধ ৯৯৯ -কে আরও জানান তার শ্বাসকষ্ট হচ্ছে। লোকটির কল রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. সজীবুর রহমান।
কনস্টেবল সজীব তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন। সংবাদ পেয়ে অবিলম্বে খিলগাঁও ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় এবং ওই বৃদ্ধকে উদ্ধার করে।
বিজ্ঞাপন
খিলগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদি হাসান ৯৯৯-কে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে আটতলা একটি ভবনের সপ্তম তলায় আটকে পড়া লিফটের দরজা হাইড্রলিক স্প্রেডার দিয়ে খুলে সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করেন।
এমএসি/আরএইচ