চট্টগ্রামে ভাসমান জনগোষ্ঠীকে দেওয়া হচ্ছে করোনার টিকা
চট্টগ্রাম মহানগরীর ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীকে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তারা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা পাচ্ছেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় এই কার্যক্রমের শুরু করে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়।
টিকা দেওয়া কার্যক্রমের উদ্বোধন করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা, সাগরিকার সিডিএ মার্কেটের সামনে, বিআরটিসি ফলমন্ডি, অক্সিজেন মোড় ও চর চাক্তাই স্কুল মাঠে ভাসমান মানুষদের জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দেওয়া হচ্ছে। নগরীর সব ভাসমান মানুষকে খুঁজে খুঁজে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ভাসমান ও ছিন্নমূল মানুষদের করোনার এই টিকা দিতে কোনো ধরনের কাগজপত্র লাগবে না। তারা এলেই আমরা টিকা দিয়ে দেব। আমরা এরকম এক লাখ ৮ হাজার মানুষকে টিকা দেওয়ার চিন্তাভাবনা করছি। প্রথম দিন ৩ হাজার মানুষকে টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, নগরীর যেসব স্থানে ভাসমান মানুষ আছেন, সেসব স্থানে স্বাস্থ্যকর্মীরা গিয়ে পর্যায়ক্রমে তাদের টিকা দিয়ে আসবেন।
বিজ্ঞাপন
কেএম/জেডএস