পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা দুটি ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। চলতি মাসের মধ্যে (ফেব্রুয়ারি) আরও কিছু প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকাও ফেরত দেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ.এইচ.এম. সফিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়েতে আলেশা মার্টের গ্রাহকদের আটকে থাকা টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে আলেশা মার্টের ১০ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার টাকা হস্তান্তর করা হয়। 

এ.এইচ.এম. সফিকুজ্জামান বলেন, আমরা আজ টেকনিক্যাল কমিটির মিটিং করেছি। সেখানে অন্ততপক্ষে ৭/৮টি অপারেটরকে চিহ্নিত করতে পেরেছি। আমরা আশা করছি, এ মাস (চলতি ফেব্রুয়ারি) নাগাদ আরও বেশকিছু অপারেটরের (ই-কমার্স) টাকাও কিউকম এবং আলেশা মার্টের স্টাইলে ফেরত দিতে পারব। সিআইডি আমাদের আজ আশ্বস্ত করেছে।

অতিরিক্ত সচিব বলেন, আমাদের প্রথম সিদ্ধান্ত, আমরা গ্রাহকদের টাকা ওয়ান ওয়ে তাদের কাছে ফেরত দেবো। আটকে থাকা টাকা আমরা এই মুহূর্তে অপারেটরদের ফেরত দিচ্ছি না।

ই-ভ্যালি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ই-ভ্যালির বিষয়ে হাইকোর্ট একটা পরিচালনা পর্ষদ করেছেন। সেই পর্ষদ কাজ করছে। এ বিষয় আসলে কিছু করার নেই। তবে হাইকোর্ট যদি আমাদের নির্দেশ দেন, তাহলে আমরা কার্যক্রম হাতে নেব।

এজন্য প্রথমে হাইকোর্ট থেকে আগে নির্দেশনা আসতে হবে বলেও জানান এ.এইচ.এম. সফিকুজ্জামান।

এসএইচআর/এমএইচএস