আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ তদারকি করবে ১০ কর্মকর্তা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ঘর নির্মাণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য ১০ কর্মকর্তাকে মনোনয়ন দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকিলা রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালককে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর নির্মাণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর এবং সংস্থায় কর্মরত ১০ জন কর্মকর্তাকে নির্দেশক্রমে মনোনয়ন দেওয়া হলো।
যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তারা উপ-সচিব সমমর্যাদার কর্মকর্তা। তারা হলেন- মনিরুজ্জামান, আবি আবদুল্লাহ্, মো. রেজাউল কবীর, মো. আফজালুর রহমান, মো. মোখতার আহমেদ, মুহাম্মদ কামরুল হাসান, মো. আবুল কালাম তালুকদার, সুলতানা রাজিয়া, ড. মোহাম্মদ শাহানূর আলম এবং ইশরাত ফারজানা।
বিজ্ঞাপন
এসএইচআর/এসএসএইচ