ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৪ এর রাজস্ব শাখার সুপারভাইজার মো. আ. আজিজকে অনিয়ম-অসদাচরণের দায়ে সাময়িক বরখাস্ত করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২০ ফেব্রুয়ারি) ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ওই কার্যালয় পরিদর্শনে গেলে তার অফিস কক্ষেই নানা অনিয়ম দেখতে পান। এ সময় মেয়র তার দূর্নীতিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে রোববার সন্ধ্যায় ওই সুপারভাইজারকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করেন ডিএনসিসি কর্তৃপক্ষ। রোববার রাতে বিষয় নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান।

তিনি বলেন, সর্বসাধারণের সেবা নিশ্চিত করতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সব রকমের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে দূঢ় প্রতিজ্ঞ৷ এরই ধারাবাহিকতায় ওই সুপারভাইজারকে বহিস্কার করা হয়।

এএসএস/আইএসএইচ