সম্পর্ক গতিশীল করতে সফর বিনিময়ে জোর ঢাকা-ম্যানিলার
বাংলাদেশ ও ফিলিপাইনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল করতে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দিয়েছে দুই দেশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত অ্যালান এল ডেনিগা। এ সময় তারা উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে বাংলাদেশ ও ফিলিপাইনের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তারা শুভেচ্ছা বিনিময় করেন। তারা বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সামনের দিনগুলোতে এটিকে আরও গতিশীল করার ওপর জোর দেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের আরও গতিশীলতা আনতে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে সচিব ও রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার গতি আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
ফিলিপাইনের রাষ্ট্রদূত স্বাধীনতা অর্জনের পর গত ৫০ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
এনআই/জেডএস