ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অধিভুক্ত এলাকায় কমন সার্ভিস-ইউটিলিটি ডাক্ট স্থাপন বিষয়ে পরিকল্পনা প্রণয়নের জন্য ১৩ সদস্যের কমিটি গঠন করেছে ডিএসসিসি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে ডিএসসিসির প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক এবং নির্বাহী প্রকৌশলীকে (বিদ্যুৎ) সদস্য সচিব করা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর সার্কেল), প্রধান নগর পরিকল্পনাবিদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেডের প্রতিনিধি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রতিনিধি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধি, ঢাকা ওয়াসার প্রতিনিধি, তিতাস গ্যাসের প্রতিনিধি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামান অফিস আদেশে উল্লেখ করে বলেন, গঠিত এ কারিগরি কমিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিধুক্ত এলাকায় বিভিন্ন সংস্থার বিভিন্ন সার্ভিস-ইউটিলিটি (বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট-ডিশ লাইন) সংক্রান্ত লাইন-ক্যাবল নিরাপদভাবে ভূগর্ভস্থ করার জন্য কমন সার্ভিস ইউটিলিটি ডাক্ট স্থাপন বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে দাখিল করতে হবে।

এএসএস/জেডএস