নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভাপতি মদিনা আক্তার এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি শাহনাজ খাতুনের বহিষ্কার আদেশ প্রত্যাহার নিয়েছে দলটি।

শুক্রবার (৪ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে এ তিন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। নির্দেশক্রমে সেই বহিষ্কারাদেশগুলো প্রত্যাহার করা হয়েছে।

এএইচআর/এসএসএইচ