জাসদ সভাপতি হাসানুল হক ইনু

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মানব সমাজের বিকাশ ও অগ্রগতি, সামাজিক উৎপাদনে পুরুষের সমান এমনকি ক্ষেত্র বিশেষে বেশি অবদান ও ভূমিকা রাখার পরও মানুষ হিসেবে নারীর মর্যাদা ও অধিকার অস্বীকৃত হচ্ছে। 

বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জাসদ ও নারী জোট যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে।

নারীরা সব ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে উল্লেখ করে ইনু বলেন, পশ্চাৎপদ সামাজিক দৃষ্টিভঙ্গি, সব ধর্মের তেঁতুল তত্ত্ব এবং বৈষম্যমূলক রাষ্ট্রীয় আইন নারীর প্রতি বৈষম্যের মূল উৎস।  

রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাসদ নারীর প্রতি সব ধরনের বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে বরাবরই আপসহীনভাবে সোচ্চার রয়েছে। 

জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের সহ-সভাপতি ও জাতীয় নারী জোট নেত্রী উম্মে হাসান ঝলমল, জাসদের নারী বিষয়ক সম্পাদক ও জাতীয় নারী জোট নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপি প্রমুখ।

এইউএ/আরএইচ