রেশনিং ব্যবস্থা চালুর দাবি বিপিপির
ক্ষমতাসীন দলের কিছু নেতা আর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী।
শনিবার (১২ মার্চ) দুপুরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, এনপিপির প্রয়াত চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর সহধর্মিণী তাসলিমা নাজনীন, আবুল হাসান মনোয়ারসহ ২৫-৩০ জন নেতাকর্মী চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিপিপিতে যোগদান করেন।
বিজ্ঞাপন
বাবুল সরদার বলেন, মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার করা, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেয়া এবং মজুতদার-মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে।
নিরপেক্ষ নির্বাচনে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সুশাসনের পাশাপাশি নিত্যপণ্যের দামও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
বিপিপির মহাসচিব আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপিপির কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম খান রনো, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান লিটন, ফিরোজ মাহমুদ মঙ্গল, নাজমা আক্তার প্রমুখ।
এএইচআর/এইচকে