দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে বাঁচাতে অবিলম্বে ন্যায্যমূল্যে পূর্ণ রেশনিং চালু এবং নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। 

সংগঠনটি বলছে, তা না হলে সরকারের সকল অর্জন প্রশ্নের মুখে পড়বে। আর কয়েকদিন পরেই রমজান মাস। মানুষ রোজা রাখতে সাশ্রয়ীমূল্যে যেন নিত্যপণ্য কিনতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

রোববার (১৩ মার্চ) সংগঠনটি রাজধানীতে প্রতিবাদ মিছিল করেছে। মিছিল শেষে তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে। সেখান থেকে রেশনিং ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানায় পার্টি।

এ সময় সংগঠনটি দেশব্যাপী ১৩ থেকে ২০ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ সপ্তাহ পালনের আহ্বানও জানিয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের দুর্নীতি, ভ্রান্তনীতি, অব্যবস্থাপনা ও অদক্ষতা কমিয়েই গ্যাস-বিদ্যুৎ-পানি ও দ্রব্যমূল্য সাশ্রয়ী রাখা যায়। 

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, পার্টির অন্যতম সদস্য আনিসুর রহমান মল্লিক, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আমিরুল হক আমিন, মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায় প্রমুখ।

এমএইচএন/এইচকে