বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আন্দোলন করেই এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। কারণ কোনো ফ্যাসিবাদী সরকার ইচ্ছা করে ক্ষমতা থেকে সরে যায় না।’

সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। শ্রমিক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক মোল্লার ১ম মৃত্যুবার্ষিকীতে এ সভার আয়োজন করে শ্রমিক দল।

মোশাররফ বলেন, অতীত ইতিহাস আছে, ‘আন্দোলনের কারণে পাকিস্তান আমলে আইয়ুব খান ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছিল। গণআন্দোলনের কারণে হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা থেকে যেতে বাধ্য হয়েছে। এই সরকারও জনগণের আন্দোলনে সরে যেতে বাধ্য হবে।’

সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়ে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের মিথ্যাচার, অন্যায়, অত্যাচার বেশিদিন টিকবে না। যেসব সরকারকে অগণতান্ত্রি, ফ্যাসিবাদী সরকার হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারা বেশিদিন ক্ষমতায় টিতে থাকেতে পারে নাই। সবাইকে নিয়ে আন্দোলনের সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকার হাত থেকে মানুষদের রক্ষা করা যাবে।’

এএইচআর/আইএসএইচ