ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জমি দখলের নিরপেক্ষ তদন্ত চায় সিপিবি
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জুমের বাগান, পাহাড় ও ভূমি দখলের ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বিজ্ঞাপন
সিপিবির শীর্ষ দুই নেতা বলেন, ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা পরিচালনা এবং পাড়াগুলোতে ম্রো জনগোষ্ঠীর মানুষের দখলস্বত্ব নিশ্চিত করার লক্ষ্যে সব ব্যবস্থা করতে হবে।
সিপিবি নেতারা বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কামাল উদ্দিন কয়েকজন স্থানীয় ভূমিদস্যুর সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ৩০০ একর জুম দখল করেছেন। প্রতিবাদ করলে বিভিন্ন সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকদের বিরুদ্ধে এ কোম্পানি মিথ্যা মামলা করে।
বিজ্ঞাপন
এএইচআর/আরএইচ