মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিকল্পধারা। 

দলটির প্রেসিডেন্ট প্রাক্তন রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর পক্ষে মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এ শ্রদ্ধা জানান।

বি.চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিকল্পধারার জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী, যুগ্ম মহাসচিব এনায়েত কবির, বিকল্প যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, বিকল্পধারার সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক আয়েশা সিদ্দিকা দিতি, সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, বিকল্প যুবধারার সহ-সভাপতি এস.আর ইলিয়াস, যুবধারার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, বিকল্পধারার নেতা মিজানুর রহমান প্রমুখ।

এএইচআর/এনএফ