সরকার আগুন নিয়ে খেলছে : মোশাররফ
মুক্তিযোদ্ধা দল-মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বিক্ষোভ সমাবেশে অতিথিরা
সরকার আগুন নিয়ে খেলা করছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জিয়াউর রহমানকে ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা সম্ভব নয়। তার খেতাব বাতিল করার এখতিয়ার এ সরকারের নেই। সরকারকে বলবো আপনার আগুন নিয়ে খেলা করছেন, হাত পুড়ে যাবে। সুতরাং সময় থাকতে সাবধান হয়ে যান।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রপ্রদত্ত জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে রিপোর্ট থেকে জনগণের দৃষ্টিকে ভিন্নদিকে সরাতে সরকার জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়টি সামনে এনেছে বলে দাবি করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, ইতোমধ্যে সরকার এক মন্ত্রী বলেও ফেলেছেন, ‘আমরা তো জিয়াউর রহমানের খেতাব বাতিল করিনি। শুধু প্রস্তাব করেছি।’
তিনি আরও বলেন, আল জাজিরা রিপোর্ট নিয়ে ডয়েচে ভেলে এক সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি সেখানে রিপোর্ট নিয়ে একটি প্রশ্নেরও উত্তর দিতে পারেননি। তাকে প্রশ্ন করা হয় এক, তিনি উত্তর দেন আরেক বিষয়ে। সাক্ষাৎকার দাতা বারবার তাকে এ বিষয়টি ধরিয়ে দিলেও তিনি অন্যান্য বিষয় নিয়ে কথা বলে রিপোর্টের বিষয়বস্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
বিজ্ঞাপন
সরকার যত হামলা করুক না কেন বিএনপি আন্দোলন থেকে সরে দাঁড়াবে না জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, আমরা এই মাফিয়া সরকারের হাত থেকে দেশ এবং দেশের মানুষকে ও স্বাধীনতাকে বাচাঁতে মাঠে নেমেছি। এইখান থেকে কেউ আমাদের সরাতে পারবে না। আন্দোলন চলবেই।
এসময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিল করে কোনো লাভ হবে না। তিনি এ দেশের ছাত্র, যুবক, কৃষক মনে আছেন। তিনি থাকবেনই। আর এ জামুকা কে? তারা খেতাব বাতিল করার প্রস্তাব দেওয়ার কে?
বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হঠাতে হলে আন্দোলন থেকে সরে আসা যাবে না উল্লেখ করে গয়েশ্বর বলেন, কুকুর কামড় দিলে তাকে পাল্টা কামড় দেওয়া যাবে না এটা ঠিক, কিন্তু লাঠি নিয়ে ঠ্যাঙ্গানি দেওয়া তো যাবে। আমাদের ওপর আক্রমণ করা হলেও লাঠি নিয়ে তাদের ঠ্যাঙ্গানি দিতে হবে।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আব্দুল কাদির ভূইয়া জুয়েল, গণফোরাম নেতা মোস্তাক হোসেন।
এএইচআর/এসএম