লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে থানার ভেতরে গিয়ে আশ্রয় নিয়েও রেহাই পাননি বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

তিনি বলেন, পুলিশ এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে গ্রেপ্তার দেখিয়ে আটক করেছে। এখন নতুন করে মামলা সাজাচ্ছে তার বিরুদ্ধেই। 

সোমবার ( ৯ মে) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

অলি বলেন, কুমিল্লার চান্দিনায় পৈশাচিক এ হামলা থেকে বাঁচতে আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেওয়ার পর পুলিশ কর্তৃক তাকে গ্রেপ্তার দেখানোর ঘটনা কাপুরুষোচিত।

এলডিপি মহাসচিবের গাড়িতে হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দা‌বি জানান কর্নেল অলি।

এর আগে, কুমিল্লার চান্দিনায় একই স্থানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৯ মে) দুপুরে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এএইচআর/ওএফ