অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৭ মে) ভোরে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুই দিন ধরে পেটের অসুখে ভুগছিলেন বিএনপির এই নেতা। আজ অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় ভোরে তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে পরিবার থেকে দোয়া চাওয়া হয়েছে বলেও উল্লেখ করেন শায়রুল।

এ বিষয়ে মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ঢাকা পোস্টকে বলেন, গত দুই দিন ধরে তিনি পেটের গ্যাস ও অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন। বারবার বমি হচ্ছিল। আজ অবস্থা বেশি খারাপ হওয়ায় সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়ছে।

তিনি আরও বলেন, এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আজ মুখে কোনো খাবার খেতে পারবেন না।

এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বিষয়ে শায়রুল কবির খান জানিয়েছেন, আজ বিকেলে হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরবেন।

উল্লেখ্য, এক কর্মীসভায় গিয়ে অসুস্থ হয়ে পড়লে গত ১৫ মে বিএনপি নেতা মঈনকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়া তাকে চিকিৎসকের অনুমতি নিয়ে আজ বাসায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

এএইচআর/আইএসএইচ