চট্টগ্রামে যুবলীগের সম্মেলনে প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে প্রবেশ নয়
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ত্রি-বার্ষিক সম্মেলনস্থলে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে প্রবেশ বা প্রদর্শন করা যাবে না।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম মহানগর শাখার সম্মেলন আগামী ২৮, ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে। সম্মেলনস্থলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ছাড়া অন্য কারো নামে স্লোগান না দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
বিজ্ঞাপন
সম্মেলনস্থলে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে প্রবেশ বা প্রদর্শন করা যাবে না। চট্টগ্রাম দক্ষিণ, উত্তর ও মহানগর যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীকে এসব নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন ২৮ মে পটিয়ায়, উত্তর জেলা সম্মেলন হাটহাজারীতে ২৯ মে ও ৩০ মে মহানগর যুবলীগের সম্মেলন চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কেএম/আরএইচ
বিজ্ঞাপন