সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে গভীর শোক প্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি দাবি করেছে, নাগরিকের জীবন সুরক্ষায় বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। 

রোববার (৫ জুন) দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করেন। 

বিবৃতিতে নেতারা বলেন, কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। প্রতিমুহূর্তে মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে। রাষ্ট্রের অবহেলায় এই ধরনের মর্মান্তিক ঘটনা প্রায়শই প্রত্যক্ষ করতে হয়, কিন্তু এর কোনো প্রতিকার হয় না। নাগরিকের জীবন সুরক্ষায় বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। উন্নয়নের তকমায় নাগরিকের জীবনকেই কেবল বলি দেওয়া হচ্ছে। এটা জাতির চরম দুর্ভাগ্য।

এই ভয়াবহ ট্রাজেডিতে যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য দাবি জানান নেতারা। 

এইউএ/জেডএস